রহমত নিউজ 29 July, 2025 11:56 AM
টানা বর্ষণের ফলে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে নোয়াখালী জেলা শহর ও পৌর এলাকার বিভিন্ন সড়ক। বসতবাড়িতেও জমেছে পানি। এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন নোয়াখালীবাসী।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে সরেজমিনে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন জলাবদ্ধতা দেখা যায়।
গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
এর আগে সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাইজদী আবহাওয়া অফিসে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এক টানা ৩ ঘণ্টার বৃষ্টির পর থেমে থেমে আরও বৃষ্টিপাত হয়, যার ফলে শহরের প্রধান সড়কগুলো হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, অপরিকল্পিত নগরায়ণ, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং খাল-জলাশয় ভরাট হয়ে যাওয়ার কারণেই এই দুর্ভোগ দীর্ঘস্থায়ী হচ্ছে।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম নোয়াখালী নোয়াখালী সদর